Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ড ইস্যুতে কোনো আপস হবে না : পাক সেনাবাহিনী

কূলভূষণ যাদবের গুপ্তচরবৃত্তির অনেক প্রমাণ আমাদের হাতে আছে : ইসলামাবাদ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানি সেনাবাহিনী নিজেদের মধ্যে অলোচনার পর গত বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছে, গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত অবসরপ্রপ্ত ভারতীয় নৌ কমান্ডার কুলভূষণ যাদবের মৃত্যুদন্ড নিয়ে কোন সমঝোতা হবে না। তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য ভারতকে সতর্ক করে দেয়া হয়। আইএসপিআর ও পাক সেনাবাহিনীর মিডিয়া শাখার বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে তাদের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছেন। রাওয়ালপিন্ডির প্রধান সামরিক কার্যালয়ে যাদবের বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। বৈঠকে অংশগ্রহণকারীদের জানানো হয়, এ সপ্তাহের প্রথমদিকে পাকিস্তানের সামরিক আদালতে যাদবকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১০ এপ্রিলের ওই সিদ্ধান্তের পর দুই বৈরী প্রতিবেশীর মধ্যে বড় ধরনের কূটনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহির হাবিবকে নেপাল নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহে নেপাল-ভারতের সীমান্তবর্তী লুবিনি এলাকা থেকে তিনি নিখোঁজ হন এবং তাদের ধারণা, জহির ভারতীয়দের হাতে বন্দী আছেন। তিনি বলেন, যাদবের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’য়ের পক্ষে পাকিস্তানের মাটিতে কাজ করছিল। জহির যাদব গ্রেফতার হওয়ার বহু আগেই অবসর গ্রহণ করেছিলেন এবং তিনি নেপালে গিয়েছিলেন একটি চাকরির প্রস্তাব পেয়ে। এই ঘটনার সঙ্গে মৃত্যুদÐপ্রাপ্ত ভারতীয় গুপ্তচর যাদবের বিষয় গুলিয়ে ফেলার ব্যাপারে ভারতকে সতর্ক করে দেয়া হয়েছে। জাকারিয়া বলেন, ভারতীয় গুপ্তচরবৃত্তির অনেক অকাট্য প্রমাণ পাকিস্তানের হাতে আছে। যাদব সে কাজ করতে গিয়েই হাতেনাতে ধরা পড়েন। তিনি বলেন, আমরা আমাদের সাবেক সেনা কর্মকর্তার নিখোঁজ হওয়ার ব্যাপারে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। নেপাল সরকার আমাদের বেশ সহযোগিতা করছে। এদিকে, পাকিস্তান আরও বলেছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক ভারতীয় নৌ কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদÐ নিয়ে ভারতের হম্বিতম্বি অযৌক্তিক এবং এতে করে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা আরও বাড়ছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার গৌতম বামবাওয়ালেকে একথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া। যাদবের সঙ্গে যোগাযোগ করতে দেয়ার জন্য ফের ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে জানজুয়া বলেন, ইসলামাবাদের বিরুদ্ধে ঘৃণা দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয়। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পাকিস্তান যাদবের দÐাদেশ কার্যকর করলে ভারত একে পরিকল্পিত খুন বলেই গণ্য করবেÑ দিল্লির সেই বিবৃতিটি স্মরণ করিয়ে দিয়ে কথাগুলো বলেন জানজুয়া। এপি, পিটিআই, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ