Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিয়ংইয়ং অভিমুখী ফ্লাইট স্থগিত করেছে বেইজিং

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পিয়ংইয়ং অভিমুখী সব ধরনের ফ্লাইট সাময়িক স্থগিত করেছে বেইজিং। চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা এয়ার চায়না জানায়, যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধ লেগে যেতে পারে, চীনা প্রশাসনের পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানানোর পরপরই ফ্লাইট বাতিলের ঘোষণা এলো। এয়ার চায়নার এক বিবৃতিতে বলা হয়, আগামী সোমবার থেকে পিয়ংইয়ং অভিমুখে সব রকমের উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ থাকবে। তবে এ সিদ্ধান্তের পেছনে যুদ্ধের আশঙ্কা নয় বরং টিকিট বিক্রির হার কমে যাওয়াকে দায়ী করেছে উড়োজাহাজ সংস্থাটি। সংস্থার মুখপাত্র বলেন, যাত্রী চাহিদার ভিত্তিতে আমরা এ রুটে উড়োজাহাজ চলাচলের নতুন সময়সূচি ঠিক করব। অচিরেই নতুন সূচি অনুযায়ী পিয়ংইয়ং অভিমুখে এয়ার চায়নার উড়োজাহাজ চলাচল করবে। এমন এক সময় এয়ার চায়না এ সিদ্ধান্তের কথা জানাল যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্ভাব্য যুদ্ধের মুখে অবস্থান করছে। যে কোনো সময় দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সিএনএন।



 

Show all comments
  • abdul matin ১৬ এপ্রিল, ২০১৭, ৪:৫৩ পিএম says : 0
    আশা করি সংবাদ নিরোপেকখ বাবেই লিখবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ