Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসুলে বিমান হামলায় আইএসের সিনিয়র ধর্মীয় নেতা নিহত

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের যুদ্ধকবলিত মসুল শহরের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে জঙ্গিবিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। হামলায় ইসলামিক স্টেটের (আইএস) একজন সিনিয়র ধর্মীয় নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি বাহিনী। স্থানীয় সময় গত বৃহস্পতিবার পরিচালিত এ বিমান হামলায় আইএসের ধর্মীয় নেতা আব্দুল্লাহ আল-বাদরানি নিহত হন। তিনি আইএসের সর্বোচ্চ ধর্মীয় ফতোয়া দানকারী হিসেবে পরিচিত ছিলেন। প্রসঙ্গত, মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। ২০১৪ সাল থেকে শহরটি আইএসের নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এটি ইরাকে আইএসের সবশেষ শক্তিশালী ঘাঁটি। স¤প্রতি মসুলের বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় এলাকাসহ ৩০ শতাংশ এলাকা আইএস’র কাছ থেকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিস (সিটিএস)। পুরো শহরের দখল নিতে জোরালো লড়াই চলছে। খবরে বলা হয়, আল-বাদরানির পরিকল্পনা অনুযায়ী ইরাকের বেসামরিক মানুষের ওপর নির্যাতন, হত্যা ও যৌন নির্যাতনের মতো নিকৃষ্ট কাজে মেতেছিল আইএস জিহাদিরা। আল-বাদরানি স্থানীয়দের কাছে আবু আইয়ুব আল-আতার নামেও পরিচিত ছিলেন। একসময় ইরাকের উত্তরাঞ্চলীয় ইয়াজিদি স¤প্রদায়ের পুরুষদের হত্যা করা ও নারীদের আটকে রেখে যৌন নির্যাতন করার পক্ষে ফতোয়া জারি করেছিলেন তিনি। ২০১৪ সালে আইএস মসুল দখল করে নিলে, তিনি সেখান থেকেই এসব ফতোয়া দিতেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ