Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় লাখ সেনা মোতায়েন

কোরিয়া সীমান্তে চীনের আগাম প্রস্তুতি

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর উত্তর কোরিয়া সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করেছে চীন। একটি চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার। তবে এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের সরকারই। আন্তর্জাতিক স¤প্রদায়ের আশঙ্কা, উত্তর কোরিয়া চলতি সপ্তাহেই আবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে দেশটি। এর আগে উত্তর কোরিয়ার পরমাণু হুমকির জবাবে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইতিমধ্যে কোরীয় উপসাগরে অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন, সাবমেরিন ও গাইডেড মিসাইল ক্রুজার পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। এর বিরুদ্ধে প্রচÐ পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। হোয়াইট হাউসের এক ক‚টনীতিবিদ জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। কিম যদি পরমাণু অস্ত্র পরীক্ষা করেন তবে যেকোনো মুহূর্তে মার্কিন বাহিনীও হামলা চালাবে। প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার একমাত্র বন্ধু চীন। এ কারণে সামরিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, চীন যেকোনো মূল্যে কিমকে পরমাণু পরীক্ষা থেকে বিরত রাখবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়িয়ে উত্তর কোরিয়া ধ্বংস হোক, তা চায় না বেইজিং। এছাড়া কোরীয় উপদ্বীপে মার্কিন ও ইউরোপীয় প্রভাব রুখতে কিমকে টিকিয়ে রাখাকে জরুরি বলে মনে করে বেইজিং। বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ