Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হচ্ছেন রুহানি

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আসছে ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এর মধ্য দিয়ে উদারপন্থী হিসেবে পরিচিত রুহানি দ্বিতীয় দফা ভোটে লড়ার ঘোষণা দিলেন। স্থানীয় সময় গত শুক্রবার তিনি প্রার্থী হিসেবে নিবন্ধন করেন। এসময় তিনি বলেন, আরেকবার আমি নির্বাচনে লড়ছি। ইরানের জন্য, ইসলামের জন্য, দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার জন্য আমার এ লড়াই। ২০১৩ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসেন রুহানি। তিনি এমন এক সময় ইরানের দায়িত্ব নেন যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে। রাজনৈতিকভাবে একটি বিচ্ছিন্ন দেশ হিসেবে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে। উদারপন্থী রুহানির নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ইরান। যুক্তরাষ্ট্রসহ ৬ বিশ্ব শক্তির সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়। উঠে যায় নিষেধাজ্ঞা, ফিরে আসতে শুরু করে বিদেশি বিনিয়োগ ও অর্থনীতির গতি। এখন আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতেও ভূমিকা রাখছে ইরান। গত ৪ বছরের মেয়াদকালে দেশের সামগ্রিক গতি ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখাই রুহানির সবচে বড় অবদান বিবেচনা করা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ