Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন এরদোগান

সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার এবং বাণিজ্য নিয়ে আলোচনা হবে

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ৩০ এপ্রিল দুদিনের জন্য ভারত সফরে যাচ্ছেন। তার এই সফর সময়ে সন্ত্রাস-বিরোধী কর্মকান্ডে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে। আজ ১৬ এপ্রিল তুরস্কে গণভোটের দিন। দেশটিতে বিরাজমান সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি বহাল থাকবে নাকি সকল নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টে হাতে যাবে এই প্রশ্নে আজ সেখানে ভোট গ্রহণ করা হবে।
দুদিনের ভারত সফরে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আগামী ১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হবে। এই আলোচনায় নিউক্লিয়ার সাপলায়ার্স গ্রæপে (এনএসজি) ভারতের বহুল প্রতীক্ষিত সদস্যপদ লাভের বিষয়টিও উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, তুরস্ক এই গ্রæপের সদস্য। ক‚টনৈতিক সূত্র থেকে জানানো হয়েছে, তরস্ক এ ব্যাপারে ভারতের বিরোধিতা করছে না। অর্থাৎ তুরস্ক চায় ভারত এনএসজি’র সদস্য হোক। তবে বিশ্বের যে দেশগুলো পারমাণবিক অন্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি তাদের সদস্যপদ লাভের ক্ষেত্রে শক্তিশালী এই সংস্থায় একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত বলে মনে করে আংকারা। এই মোক্ষম কারণটি দেখিয়েই চীন এনএসজি’তে ভারতের সদস্যপদ লাভের বিরোধিতা করে আসছে। কারণ ভারত এনপিটি’তে স্বাক্ষর করেনি। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোগনের অনুষ্ঠেয় বৈঠকে সন্ত্রাস-বিরোধী যুদ্ধে পরস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। দি কুইন্ট।



 

Show all comments
  • mehadi ১৬ এপ্রিল, ২০১৭, ৮:৫৩ এএম says : 0
    add er jonno khobor pora jassanah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ