Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইকিলিকস রাষ্ট্রবিহীন গোয়েন্দা সংস্থা : সিআইএ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস রাষ্ট্রবিহীন প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা সংস্থা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএয়ের প্রধান মাইক পম্পিও। উইকিলিকস প্রায়ই রাশিয়ার মতো কিছু দেশের সমর্থন পায় বলে দাবি করেছেন তিনি। গত বৃহস্পতিবার একটি গবেষণা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা ফাঁস হওয়া নথি ছড়িয়ে দিতে উইকিলিকসকে ব্যবহার করেছিল। গত মাসের প্রথম দিকে, সিআইএর হ্যাকিং কর্মসূচির বিস্তারিত তথ্য ফাঁস করেছে উইকিলিকস। ফাঁস হওয়া দলিলে দেখা গেছে, অ্যান্ড্রয়েড ও আইফোনসহ উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের কম্পিউটারগুলোলক্ষ্য করে কীভাবে ম্যালওয়্যারসহ সাইবার আক্রমণ চালিয়ে তথ্য হাতিয়ে নেয়া হত। সিআইএ প্রধান বলেছেন, উইকিলিকস প্রতিদ্ব›দ্বী গোয়েন্দা সংস্থার মতো পদক্ষেপ ফেলে এবং প্রতিদ্বন্দীর মতো কথা বলে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ