Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সঙ্গে রুশ যোগাযোগ ফাঁস করেছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি মার্কিন গোয়েন্দাদের নজরে প্রথম এনেছিল ব্রিটেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, জিসিএইচকিউ নামের একটি গোয়েন্দা সংস্থা ২০১৫ সালের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সন্দেহভাজন রুশ গোয়েন্দাদের যোগাযোগের বিষয়টি প্রথম জানতে পারে। নিয়মিত তথ্যের আদান-প্রদান কর্মসূচির অংশ হিসেবে বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছিল। ২০১৬ সালের গ্রীষ্মের আগ পর্যন্ত ছয় মাসেরও বেশি সময় ট্রাম্পের কাছের লোকজন ও রুশ গোয়েন্দাদের যোগাযোগের বিষয়ে আরো তথ্য একাধিক পশ্চিমা গোয়েন্দা সংস্থা নিজেদের মধ্যে চালাচালি করেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, ইস্তোনিয়া ও পোল্যান্ড এ সংক্রান্ত তথ্য আদান-প্রদান করেছে। এমনকি গোয়েন্দা জোট ফাই আইসের সদস্য অস্ট্রেলিয়াও এ সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠিয়েছিল। তবে এব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা ছিল একেবারেই ধীরগতির। তাদের কাছে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলি বার্তা পাঠিয়েছিলÑ ‘নজর রাখুন। কিছু গড়বর হচ্ছে। গোয়েন্দা সূত্রের একটি বিবরণে জানা গেছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর তৎকালীন প্রধান রবার্ট হ্যানিংগ্যান ২০১৬ সালের গ্রীষ্মে সিআইএ প্রধান জন ব্রেনানের কাছে ট্রাম্পের লোকজন ও রুশ গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগের বিষয়ে বেশকিছু তথ্য পাঠানো হয়েছিল। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ