Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ এস এম ফিরোজ আলম ‘প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেড’-এর চেয়ারম্যান নির্বাচিত

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : এ এস এম ফিরোজ আলম ‘প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেড’-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১২ এপ্রিল ২০১৭ কোম্পানির পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফিরোজ আলম গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর জাপানে ব্যবসা শুরু করে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা। এছাড়াও তিনি টিভি চ্যানেল আরটিভি-এর একজন পরিচালক। ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং লিমিটেড (টোকিও)-এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়ের পাশাপাশি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে তার অবদান উল্লেখযোগ্য। তিনি পটুয়াখালী জেলার কালাইয়াতে ‘সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা। এ এস এম ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম এম এ গফুর এবং মাতা মরহুমা শাহেদা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ