রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ। নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান মো সামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুরনবী, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজী মো. আলী আশ্রাফ ও মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার। গেজেট হলেও আইনি জটিলতায় কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকারের শপথ গ্রহণ স্থগিত রয়েছে। আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।