মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীন গত বুধবার ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে, তিব্বতের বিতর্কিত ধর্মীয় নেতা দালাই লামার আপত্তিকর বক্তব্যের প্রেক্ষিতে বেইজিং তার ভৌগোলিক অখÐতা সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে। চীন-ভারত সীমান্ত এলাকার পূর্বাংশের বিতর্কিত স্থান সফরের সময় দালাই লামা আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একই সময় ভারতের সরকারি সূত্র থেকেও চীন এবং সীমান্ত বিরোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালের মুখপাত্র লু ক্যাং বলেন, দালাই লামার এবারের বিতর্কিত ভারত সফর এবং প্রদত্ত বক্তব্য প্রমাণ করেছে যে তার এই সফর কোনো ধর্মীয় সফর ছিল না, যা ভারতের পক্ষ থেকে প্রচার করা হয়। তিনি অভিযোগ করে বলেন, তিব্বত-সংক্রান্ত বিষয়ে ভারত তার অঙ্গীকার ভঙ্গ করায় সমঝোতার মাধ্যমে উভয় দেশের মধ্যকার ভ‚খÐগত বিরোধ নিষ্পত্তিতে বাধা সৃষ্টি হচ্ছে। দুই দেশের সীমান্ত এবং তিব্বত ইস্যু চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের রাজনৈতিক ভিত্তি উল্লেখ করে লি ক্যাং বলেন, তিব্বত ইস্যুতে ভারতের একটি অঙ্গীকার রয়েছে এবং একই সঙ্গে সমঝোতার ভিত্তিতে সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে উভয় দেশের মধ্যে মতৈক্য রয়েছে। প্রসঙ্গত ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, চীন ও ভারতের মধ্যে সীমান্ত সমস্যা নিষ্পত্তির সংলাপ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এমন উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে ভারতকে বিরত থাকতে হবে। চায়না.ওর্গ.সিএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।