Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগ করবেন না ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে এক যাত্রীকে টেনেহিঁচড়ে নামানোর ঘটনায় লজ্জা ও অস্বস্তিবোধ করলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির প্রধান নির্বাহী অস্কার মুনোজ। ভবিষ্যতে আর কখনও এ ধরনের ঘটনা ঘটবে না বলেও প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। গত রোববার সন্ধ্যায় শিকাগো বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে লুইসভিলের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজের আসন থেকে ডেভিড দাও নামে চীনা বংশোদ্ভূত এক মার্কিন চিকিৎসককে তিন নিরাপত্তারক্ষী টেনেহিঁচড়ে নামিয়ে আনে। সেখানে থাকা অন্য যাত্রীরা ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। টুইটারে সেই ভিডিও পোস্ট করে জয়েস ডি আনসপাচ নামের একজন লিখেছেন, ফ্লাইটে যাত্রী নেওয়া হয়েছিল আসনের চেয়ে বেশি। আর ইউনাইটেডের চার কর্মীর পরদিন কাজে যোগ দেওয়ার জন্য যাওয়ার প্রয়োজনছিল। তারা চাইছিল, যাত্রীদের মধ্যে চারজন যেন স্বেচ্ছায় নেমে যান। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ