Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাদ একটা কসাই : ট্রাম্প

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটা কসাই। সুতরাং আমি মনে করি, এ ব্যাপারে আমাদের করণীয় রয়েছে। গত বুধবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ-এর সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সিরিয়ায় সাধারণ মানুষের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে আসাদের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। এর আগেও তিনি আসাদকে দুষ্ট ও পশুসুলভ বলে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্প বলেন, আসাদের ওপর সমর্থন প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সর্বনি¤œ পর্যায়ে রয়েছে। এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ