Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার প্রতি আসাদকে সমর্থন না করার আহ্বান

সিরিয়া নিয়ে বাগযুদ্ধের পর টিলারসন-ল্যাভরভ বৈঠক

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মস্কো সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে এ আহ্বানজানিয়েছেন। সিরিয়ায় রাসায়নিক হামলার প্রেক্ষিতে সিরিয়ার বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ক‚টনৈতিক বিশ্বে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফর করছেন টিলারসন। তার এ সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সিরিয়া যুদ্ধ। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষাবলম্বন থেকে রাশিয়াকে সরাতে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইল হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট বাশারের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। দামেস্কের দীর্ঘদিনের বন্ধু মস্কো। খবরে বলা হয়, চলতি মাসে সিরিয়ায় রাসায়নিক হামলা ও পরবর্তী সময়ে দেশটিতে ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্র আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে। এমন একটি পরিস্থিতিতে মস্কোয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকে বসেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের কোনো জ্যেষ্ঠ সদস্যের প্রথম রাশিয়া সফর। এ সফর থেকে অত্যন্ত খোলামেলা আলোচনার আশা করছেন টিলারসন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের অতিগুরুত্বপূর্ণ সময়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যায়, আমাদের কৌশলগত ভিন্ন পন্থা সত্তে¡ও এ থেকে আমরা আমাদের অভিন্ন উদ্দেশ্য ও স্বার্থের ক্ষেত্রগুলোয় আরো পরিষ্কার হতে পারব। ভিন্নতার ক্ষেত্রগুলো স্পষ্ট করার মাধ্যমে এর পেছনের কারণ সম্পর্কে আরো ভালোভাবে বোঝা যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, এ সফরকালে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে বলে আশা করছে মস্কো। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আরো বেআইনি আক্রমণ প্রতিরোধকে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে মস্কো। টিলারসনের এ সফরকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। পাশাপাশি তিনি আরো জানান, এ সফর দুপক্ষের মধ্যে সহযোগিতার বিষয়কে আরো স্পষ্ট করার একটা সুযোগ তৈরি করেছে। বিশেষ করে একটি বিস্তৃত সন্ত্রাসবিরোধী শক্তি গঠনের ক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্টের আমলে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরো উন্নতির প্রত্যাশা সত্তে¡ও টিলারসন-ল্যাভরভের মধ্যকার বৈঠকে সিরিয়া ইস্যুটি গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, দীর্ঘ ছয় বছরের যুদ্ধে সিরিয়ায় ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ