Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নেপালি প্রেসিডেন্ট ভান্ডারি ভারত সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাÐারি ভারতীয় পক্ষের সাথে আলোচনার জন্য আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করে গত বুধবার বলা হয়েছে, নেপালের দক্ষিণ অংশের এলাকা নিয়ে গত বছর ভারতের সঙ্গে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতের বাতিল হয়ে যাওয়া বৈঠকে যোগ দেয়ার জন্য দ্বিতীয় উদ্যোগ হিসাবে তিনি এই সফরে যাচ্ছেন। নেপালের প্রেসিডেন্ট পদে বসার পর এটা হবে বিদ্যা দেবী ভাÐারির প্রথম বিদেশ সফর। ২০১৫ সালে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনিই হচ্ছেন নেপালের প্রথম মহিলা প্রেসিডেন্ট। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্থলবেষ্টিত নেপালের ১৮শ’ কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের সঙ্গে নেপালের ব্যবসাবাণিজ্য এবং সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনার জন্য দেশটিকে দক্ষিণাঞ্চলীয় এলাকার উপর নির্ভর করতে হয়। কিন্তু ২০১৫ সালে ওই এলাকায় সৃষ্ট অস্থিতিশীলতার কারণে পণ্য সরবরাহের সীমান্ত-পথ বন্ধ হয়ে যায়। গত বছর মে মাসে নেপালের নতুন সংবিধান নিয়ে ভারতের আপত্তির কারণে কাঠমান্ডু এবং নয়াদিল্লির মধ্যে বিরোধ দেখা দেয়। উল্লেখ্য, এবার ভারত সফরের সময় নেপালি প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সরকারি বাসভবনে অবস্থান করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ