Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের জন্মবার্ষিকীর দিনে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহরে যোগ দিচ্ছে জাপানি যুদ্ধজাহাজ

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে অত্রাঞ্চলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবারের ওই গুরুত্বপূর্ণ জন্মবার্ষিকী উদযাপনের রাষ্ট্রীয় আয়োজনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে জড়ো হয়েছে বহু বিদেশি সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাছাড়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতার জন্মদিনকে ঘিরে উত্তর কোরিয়ার নতুন একটি অস্ত্র পরীক্ষা করার জোরালো সম্ভাবনাও আছে বলে সংবাদ মাধ্যম জানায়। ধারণা করা হচ্ছে, এই সময়ে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে।
অপরদিকে এমন কিছু হলে তা নস্যাৎ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে কোরীয় উপদ্বীপের দিকে রওনা হওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এ পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমণের আহŸান জানিয়েছে চীন। বিষয়টি নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত বুধবার টেলিফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে তাদের আলোচনাকে খুব ভালো বলে উল্লেখ করলেও দারকার হলে চীনকে ছাড়াই সংকট সামাল দেয়ার জন্য যুক্তরাষ্ট্র তৈরি আছে বলে মন্তব্য করেছেন। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহরের সাথে জাপানি যুদ্ধজাহাজও যোগ দিবে বলে ঘোষণা এসেছে। এই নিয়ে কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে। ২০১২ সালে সুংয়ের জন্মদিন উপলক্ষে উপগ্রহবাহী দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। গত বছর নতুন করে তৈরি করা মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। দেশটির জাতীয় দিবসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূর্যের দিন উদযাপনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটিতে ২০০ জনের মতো বিদেশি সাংবাদিক উপস্থিত হয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ ওই দিনটিতে কী হতে যাচ্ছে তার বিস্তারিত তাদের জানাননি দেশটির কর্মকর্তারা। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর নজর রাখা হচ্ছে এবং দেশটির নতুন কোনো অস্ত্র পরীক্ষা মেনে নেবেন না তিনি। অস্ট্রেলিয়ার একটি বন্দরে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে বিমানবাহী রণতরী সমৃদ্ধ কার্ল ভিনসন স্টাইক গ্রæপকে কোরীয় উপদ্বীপের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শক্তি প্রদর্শনের মাধ্যমে অন্য কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখাই এর উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, নয়দিনের মধ্যেই বিমানবাহী রণতরী বহরটি ওই অঞ্চলে পৌঁছে যাবে। অপরদিকে মঙ্গলবার উত্তর কোরিয়া বলেছে, মার্কিন আগ্রাসনের কোনো লক্ষণ দেখা গেলে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানো হবে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় এবং কোনো শান্তিচুক্তি না হওয়ায় খাতাকলমে উত্তর কোরিয়ার সঙ্গে এখনও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। এসব পরিস্থিতিকে ঘিরে কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখি। রয়টার্স, বিবিসি।



 

Show all comments
  • Md. Asad Ali ১৫ এপ্রিল, ২০১৭, ১১:০৪ পিএম says : 0
    U.S.A. অনেক দেশকে ধবংস করে ফেলেছে, আবার অনেক দেশকে ধবংসের মুখে নিয়ে গেছে, তাই উত্তর কোরিয়ার উচিত হবে সকল ক্ষমতা দিয়ে U.S.A. কে আঘাত করা যাতে আর কোন দিন U.S.A অন্য দেশকে আক্রমণ না করতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ