Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-রাশিয়া আস্থা হারিয়ে যাচ্ছে : পুতিন

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আস্থা হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে দু’দেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ান টিভিতে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিশেষ করে সামরিক পর্যায়ে আস্থা নষ্ট হয়েছে। সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের রাশিয়া সফরের মধ্যেই এমন মন্তব্য করলেন পুতিন। গত বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টিলারসনের বৈঠক শুরুর পরই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। ক্রেমলিন থেকে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কম সংঘাতপূর্ণ হওয়ার আশা গত সপ্তাহেই তিরোহিত হয়েছে, যখন যুক্তরাষ্ট্র সিরিয়ার ইদলিবে রাসায়নিক হামলার জবাবে মস্কোমিত্র সিরিয়া সরকারের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলা নিয়ে দুপক্ষে বাদানুবাদও হয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাসায়নিক হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করলেও রাশিয়া বলছে, সিরিয়া সরকারকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। রাশিয়ার টিভি সাক্ষাৎকারে সিরিয়ার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে পুতিন বলেন, সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রভান্ডার পরিহার করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তিনি বলেন, একজন বলতেই পারেন, কাজ চালিয়ে যাওয়ার পর্যায়ে (আমাদের মধ্যে) আস্থার সম্পর্কটার, বিশেষ করে সামরিক পর্যায়ে আস্থার সম্পর্কের কোনও উন্নতিই হয়নি বরং অবনতি হয়েছে। ছয় বছরের গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন ও সহযোগিতা করে আসছে রাশিয়া। সিরিয়ার বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পর বুধবার কঠোর মন্তব্যের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে স্বাগত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলাকে অবৈধ আখ্যা দেন এবং কোনও ধরণের পূর্বাভাস ছাড়াই এ আচরণ করার জন্য ওয়াশিংটনের সমালোচনা করেন। ল্যাভরভ বলেন, দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের অত্যন্ত দুর্বোধ্য এবং কিছু কিছু ক্ষেত্রে পরস্পরবিরোধী পরিকল্পনার বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম হয়েছে এবং আমি এ বাস্তবতা লুকাতে পারব না। খুব স¤প্রতি আমরা তাদের খুবই উদ্বেগজনক কার্যকলাপ করতে দেখেছি। তারা সিরিয়ার সম্পূর্ণ অবৈধভাবে হামলা চালিয়েছে। ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ পদ এখনও খালি থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ল্যাভরভ। ট্রাম্পের নির্বাচনী প্রচারের শুরু থেকেই রাশিয়া তার পক্ষ নিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রচার পায়। এমনকি ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা ট্রাম্পকে জেতাতে নির্বাচনে রাশিয়া অবৈধ হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ তোলে। নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে একজোট হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার কথাও বলেছিলেন। রাশিয়া ঘেঁষা টিলারসনই ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম কোনো সদস্য যিনি রাশিয়া সফরে গেছেন। তেল কোম্পানির সাবেক নির্বাহী টিলারসন অতীতে পুতিনের হাত থেকে রাশিয়ার অর্ডার অব ফ্রেন্ডশিপ পুরস্কার গ্রহণ করেন। আরটি, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ