Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সংসদের লাইব্রেরিতে বঙ্গবন্ধুর লেখা বই সংরক্ষণের সুপারিশ

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটির কপি জাতীয় সংসদের লাইব্রেরিতে সংরক্ষণের সুপারিশ করেছে সংসদের লাইব্রেরি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আলহাজ বজলুল হক হারুন, আবদুল মান্নান, মোহাম্মদ হাছান মাহমুদ, এনামুল হক এবং কাজী রোজী।
কমিটি বৈঠকে লাইব্রেরির অভ্যন্তরীণ সাজসজ্জা বাস্তবায়নে গৃহীত প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়টির উপর সাব-কমিটি কর্তৃক একটি প্রতিবেদন প্রস্তুত করে আগামী বৈঠকে উপস্থাপনেরও সুপারিশ করা হয়। বৈঠকে জাতীয় সংসদ লাইব্রেরির অনলাইন কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদ

১৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ