Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সানসিল্ক হাজারও কণ্ঠে বর্ষবরণ-১৪২৪

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১:৫৫ এএম, ১৩ এপ্রিল, ২০১৭

বিনোদন ডেস্ক : চ্যানেল আই ও সুরের ধারা আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠান ‘সানসিল্ক হাজারও কণ্ঠে বর্ষবরণ’ অর্ধযুগে পদার্পণ করছে পহেলা বৈশাখ ১৪২৪-এ। বরাবরের মতো এবারও ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান ‘সানসিল্ক হাজারও কণ্ঠে বর্ষবরণ-১৪২৪’। চ্যানেল আই ও সুরেরধারার যৌথ আয়োজনে এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ইউনিলিভারের অন্যতম ব্র্যান্ড ‘সানসিল্ক’। এদিন সূর্যোদয় থেকে বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা ও সারাদেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে বর্ষবরণের গান। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে পঞ্চকবির গানসহ ছয়টি ৬টি একক পরিবেশনা থাকবে। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট রবীন্দ্র, নজরুল এবং আধুনিক গানের বরেণ্য শিল্পীবৃন্দ। আরো থাকবে ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু ও এলআরবির পরিবেশনা ছাড়াও থাকছে ‘সানসিল্ক বৈশাখী ফ্যাশন শো’। অনুষ্ঠানস্থলে থাকবে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বৈশাখী মেলার হরেক রকম স্টল। স্টলগুলোতে শোভা পাবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্য সামগ্রী। বর্ষবরণ উৎসব চলবে দুপুর ১২টা পর্যন্ত। এ উপলক্ষে অনুষ্ঠানের বিস্তারিত জানাতে ‘ইউনিলিভার বাংলাদেশ, চ্যানেল আই ও সুরেরধারা যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুরেরধারার চেয়ারম্যান ও বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ইউনিলিভার বাংলাদেশের হেড অফ পার্সোনাল কেয়ার, নাফিস আনোয়ার প্রমুখ। মেলায় একটি বিশেষ আকর্ষণ থাকবে ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে ‘ঘুড়ি উৎসব’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ