মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়াকে আবারো কোণঠাসা করে ফেলতে চান না। তারা বরং রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালানোর জন্য আহŸান জানিয়েছেন। খবরে বলা হয়, ইতালিতে জি-৭ দেশগুলোর বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা সুনির্দিষ্টভাবে রাশিয়া এবং সিরিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্রিটিশ পরিকল্পনা নাকচ করেছেন। অপরদিকে, যুক্তরাজ্য আশা করেছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের রাশিয়া সফরের আগে নিষেধাজ্ঞার পদক্ষেপ তার অবস্থানকে আরো শক্তিশালী করবে। কিন্তু সম্মেলনের যৌথ বিবৃতিতে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়নি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এঞ্জেলিনো আলফানো বলেন, নতুন করে অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে কোনো মতৈক্য হয়নি। জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা নিষেধাজ্ঞায় সমর্থন না দিয়ে বরং খান শেইখুন শহরে রাসায়নিক হামলার ঘটনাটি তদন্তের পক্ষে মত দিয়েছেন। গত সপ্তাহে বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই শহরটিতে রাসায়নিক গ্যাস হামলার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ায় ইদলিবের খান শেইখুন শহরে রাসায়নিক হামলার পরিপ্রেক্ষিতেই ইতালির লুক্কা শহরে এ সম্মেলন করল জি-সেভেনভুক্ত দেশগুলো। ওই হামলায় ৮৯ জন নিহত হয়। সিরিয়া রাসায়নিক হামলা চালানোর কথা অস্বীকার করলেও যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারি বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও ওই রাসায়নিক হামলার জবাবেই রাশিয়া এবং সিরিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেন। গত মঙ্গলবার জি-সেভেন বৈঠকের পর এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র নির্মূল করতে ব্যর্থতার জন্য রাশিয়াকে দোষারোপ করেন। সেই সঙ্গে শান্তি আলোচনাতেও রাশিয়া অগ্রগতি করতে পারেনি বলে তিনি সমালোচনা করেন। রাশিয়াকে একটি আলটিমেটামও দিয়েছেন টিলারসন। তিনি বলেছেন, আসাদ সরকার, ইরান এবং হিজবুল্লার সঙ্গে মিত্রতা রাখা যাবে কিনা সে বিষয়টি রাশিয়াকে অবশ্যই ভেবে দেখতে হবে। ওদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার খান শেইখুন শহরে রাসায়নিক হামলার ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের জন্য জাতিসংঘকে আহŸান জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়া সরকারকে দোষী করার জন্য ভুয়া রাসায়নিক হামলার প্রস্তুতি চলছে বলে শুনেছেন তিনি। অপর এক খবরে বলা হয়, ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞা আরোপ করে। সেসব নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এরমধ্যেই রাশিয়া এবং সিরিয়ার নেতৃস্থানীয় কিছু সামরিক কর্মকর্তাকে টার্গেট করে নিষেধাজ্ঞার প্রস্তাব করে যুক্তরাজ্য। উদ্দেশ্য ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে রাশিয়াকে দূরে রাখা। সিরিয়ায় রুশ সেনাদের উপস্থিতি প্রত্যাহারের আহŸানও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এর আগে তিনি সিরিয়া ইস্যুতে তার পূর্বনির্ধারিত মস্কো সফর বাতিল করেন। বিবিস, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।