মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের আমন্ত্রণে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে সেদেশে যাচ্ছেন পশ্চিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চীনা কমিউনিস্ট পার্টিও তাকে চীনে যাওয়ার জন্য চিঠি দিয়েছে। স¤প্রতি চীনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ রাজ্যে উৎপাদন এবং ক্ষুদ্র-কুটির শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখান। মুখ্যমন্ত্রীও তাকে স্বাগত জানিয়ে বলেছেন, এখানে শিল্পস্থাপনে জমির কোনও সমস্যা হবে না। কলকাতার গণমাধ্যমের খবরে বলা হয়, চীন সফরে মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থ-শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়সহ শিল্পসংস্থার প্রতিনিধিরা যাবেন। মুখ্যমন্ত্রী বেজিং ও সাংহাই শহরে যাবেন বলে ঠিক করেছেন। ম্যানুফ্যাকচারিং শিল্পে চীন উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। চীনের উৎপাদিত পণ্যে আজ এদেশের বাজার ছেয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের বাজার দখল করতেই চীন এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ইতিমধ্যে নিউটাউনে একটি চীনা সংস্থা এসেছে। মঙ্গলবার দিল্লি থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী বলেন, চীনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। তাই সেখানে যাব বলে ভাবছি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।