মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক গ্যাস হামলা লুকানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, ৪ এপ্রিল বিদ্রোহীদের দমন করতে ইদলিবে সারিন গ্যাস হামলা চালায় সিরিয়ার আসাদ সরকার। এতে অন্তত ৮৯ জন নিহত হন। ওই কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়া বার বার সিরীয় সরকারের আগ্রাসী কর্মকাÐের বিপরীতে বিতর্কিত বক্তব্য তুলে ধরে। সর্বশেষ খান শেইখুনে রাসায়নিক হামলার পরও তারা এ কাজটাই করেছে। এক কর্মকর্তা বলেন, এটা পরিষ্কার যে, সেখানে যা হয়েছে, রাশিয়া তা লুকিয়ে রাখতে চায়। উল্লেখ্য, মার্কিন ও পশ্চিমা দেশগুলো যখন আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ তুলছে, তখন রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ওই বিদ্রোহীরাই বিষাক্ত রাসায়নিক মজুদ করে রেখেছিল। আর আসাদের অনুগত বাহিনী বিমান হামলা চালানোর পর ওই রাসায়নিক থেকে বিষক্রিয়া ছড়ায়। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার পরে সাংবাদিকদের বলেন, রাশিয়া কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় যে, তারা না জেনে সিরিয়ায় যা হয়েছে, তারপরও আসাদকে সমর্থন দিয়ে যাবে। ওই সন্দেহভাজন রাসায়নিক হামলার অভিযোগে গত শুক্রবার সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।