Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জার্মানিতে ফুটবল দলের বাসে বোমা হামলা

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে বরুসিয়া ডর্টমুন্ড ফুটবল টিমকে বহনকারী একটি বাসের পাশে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্প্যানিশ রক্ষণভাগের খেলোয়াড় মার্ক বারট্রা আহত হয়েছেন। মোনাকোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য তারা নিজেদের মাঠে যাচ্ছিল। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মোনাকোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলার কথা ছিল তাদের। আহত বারট্রাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টেডিয়ামের ১০ কিলোমিটার দূরে হোয়েশ্চেন এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই বিস্ফোরণ ঘটানো হয়। বরুশিয়া ডর্টমুন্ড ও মোনাকো ক্লাব টুইটারে খেলা তাৎক্ষণিকভাবে স্থগিতের ঘোষণা দেয়। একদিন পরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জার্মানির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বারট্রার অবস্থা গুরুতর নয়। অন্য খেলোয়াড়রা নিরাপদ এবং ভালো আছেন। এক সংবাদ সম্মেলনে ডর্টমুন্ডের পুলিশ প্রধান জানান, এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা। ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিঠির ওপর ভিত্তি করে ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এটা সন্ত্রাসী হামলা ছিল কি নাÑ সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি পুলিশ। তারা জানিয়েছে, বাসটির আশপাশে মোট তিনটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঘাত এসে লাগে বাসে। বিস্ফোরণে বাসটির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ