মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাইজেরিয়ার কাছে বেশ কিছু যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও জানুয়ারি মাসে বিমান হামলায় বেসামরিক লোক হত্যার অভিযোগ থাকার পরও দেশটির কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে। বিবিসি অনলাইনের এক খবরে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়াকে সাহায্য করতে তাদের কাছে বিমান বিক্রি করছে ট্রাম্প প্রশাসন। তবে বিমান বিক্রির চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে। বোকো হারামের সশস্ত্র ধ্বংসাত্মক তৎপরতায় ২০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় বোকো হারামের নিত্যনির্যাতনের ঘটনা। নাইজেরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির চুক্তিটি ৬০০ মিলিয়ন ডলারের। প্রশাসন সম্মতি দিলেও কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় তা আটকে আছে। জানুয়ারি মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ভুল করে নাইজেরিয়ার বিমান বাহিনী বোমা ফেললে নারী-শিশুসহ নিহত হয় কমপক্ষে ৯০ জন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।