Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডিএস কোর্স ৫ বছরে উন্নীত হওয়ায় ডেন্টাল সোসাইটির অভিনন্দন

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : গত শনিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর সাধারণ সভায় বিডিএস কোর্স ৪ বছর থেকে ৫ বছর মেয়াদী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সময়োপযোগী এ সিদ্ধান্তে বাংলাদেশের ডেন্টাল পেশার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আন্তর্জাতিকভাবে কোর্স কারিকুলামের সমন্বয় ও সমপর্যায়ের নিয়ে যাবার লক্ষ্যে কোর্সটি পাঁচ বছরে উন্নীত করা ছিল অতীব গুরুত্বপূর্ণ। অবশেষে ডেন্টাল সার্জনদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ২০১৭-২০১৮ইং শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা পাঁচ বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে পারবে। ডেন্টাল পেশার বিশ্বমানে উন্নীত করার যুগান্তকারী এ সিদ্ধান্ত গ্রহণে এবং কোর্স কারিকুলাম প্রণয়নে সকল শিক্ষক মÐলী, চিকিৎসক, সেন্টার ফর মেডিক্যাল অ্যাডুকেশনের কর্মকর্তাবৃন্দ, সর্বোপরি বিএমডিসির সকল সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ডেন্টার সোসাইিিটর মহাসচিব ডা: হুমায়ুন কবির বুলবুল ও সভাপতি অধ্যাপক ডা: আবুল কাশেম কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ