মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও উগ্র ডানপন্থী ফ্রন্ট ন্যাশনাল পার্টির নেতা মেরিন লি পেন হলোকস্ট নিয়ে বিরূপ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের জোর করে নাৎসি বন্দি শিবিরে পাঠানোর দায় ফ্রান্সের নয়। ১৯৪২ সালের জুলাইয়ে নাৎসিরা ১৩ হাজার ইহুদিকে মাঠে এনে জড়ো করে। পরবর্তী দুই মাসে তাদের পাঠানো হয় বন্দিশিবিরে। সেপ্টেম্বর পর্যন্ত সব মিলিয়ে ৩৮ হাজার ইহুদিকে পাঠানো হয় মৃত্যুর মুখে। যুদ্ধ শেষে এদের মধ্যে জীবিত ছিল মাত্র ৭৮০ জন। ফরাসি সরকার এসময় নাৎসিদের সহায়তা করে। গত রোববার এলসিআই টিভিকে লি পেন বলেন, এর জন্য দায়ী নাৎসি-তাঁবেদার ফরাসি ভিশে সরকার, ফ্রান্স নিজে নয়। পরে টুইটারে লি পেন দাবি করেন, যুদ্ধের সময় ফ্রান্সই নাৎসিদের দখলে ছিল। আর ফরাসি ভিশে সরকার ছিল নাৎসিদের ক্রীড়ানক। ফ্রান্সের প্রকৃত সরকার ছিল লন্ডনে নির্বাসিত। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-মার্ক আয়রো বলেছেন, লি পেনের আসল চেহারা বেরিয়ে এসেছে। সমাজতান্ত্রিক দলের প্রার্থী বেনোয়া আমঁ বলেছেন, এই ঘটনার পর লি পেন যে উগ্র ডানপন্থী তা অস্বীকার করার উপায় নেই। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।