মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সাংবাদিকতার জগতে পুলিৎজার অনেক বড় পুরস্কার হলেও ছোট একটি পত্রিকাও যে সেই পুরস্কার পেতে পারে তারই উদাহরণ সৃষ্টি করলো যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের স্থানীয় পত্রিকা স্টর্ম লেক টাইমস। মাত্র ১০ জন সংবাদকর্মী নিয়ে কাজ করে পুলিৎজার পেয়েছে পত্রিকাটি। তবে পত্রিকা ছোট হলেও কাজটি মোটেও ছোট ছিল না স্টর্ম লেক টাইমসের। কৃষিভিত্তিক কোম্পানিগুলো নিয়ে বড় বড় সংবাদ প্রকাশ করেছে এই স্থানীয় গণমাধ্যমটি। এসব কোম্পানি কীভাবে পরিবেশ দূষণের সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রতিবেদনে তা-ও তুলে ধরেছে স্টর্ম লেক টাইমস। পত্রিকাটির মালিক দুই ভাই আর্ট কুলেন ও জন। তারা জানান, কাজটি মোটেও সহজ ছিল না। বিশেষ করে আইওয়ার মতো জায়গায়, যেখানে চারদিকে তাকালেই শত শত মাইল কৃষি খামার। এ কাজ করতে অনেকেই সায় দেয়নি কুলেনকে। পত্রিকার অনেক শুভাকাক্সক্ষী এবং বিজ্ঞাপনদাতাকে হারাতে হয়েছে তার। এরপরও কুলেনের সন্দেহ ছিল না যে তিনি ঠিক কাজটিই করছেন। তিনি বলেন, আমরা এখানে এসেছি, মানুষের ধারণা পাল্টে দিতে। আমি মনে করি, প্রতিটি ভালো সংবাদপত্রেরই এটা করা উচিৎ। স্টর্ম লেক টাইমসের অন্য কর্মীদের মধ্যে রয়েছেন- জনের স্ত্রী মেরি, আর্ট কুলেনের স্ত্রী ডলরেস এবং তাদের ছেলে টম এবং তাদের পরিবারের কুকুর মাবেল। তারা তাদের বেশিরভাগ সময় সংবাদপত্র অফিসেই কাটান। নির্মোহ প্রতিবেদন, তার ওপর ভিত্তি করে লেখা সম্পাদকীয় এবং আইওয়ার কৃষির স্বার্থে লেখা অন্যান্য প্রতিবেদনের কারণে আর্ট কুলেনের প্রশংসা করেছে পুলিৎজার কমিটি। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে আর্ট কুলেন বলেন, তিনি জানেন পাঠক কী পছন্দ করে। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।