Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিৎজার জিতলো ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুঃসাহসিক সাংবাদিকতার জন্য এ বছর পুলিৎজার জিতলো মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমস। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ক্ষমতা কুক্ষিগত করার গোপন প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়। গত সোমবার পুরস্কার ঘোষণার সময় বলা হয়, গণমাধ্যমের জন্য প্রতিক‚ল এই পরিবেশের মধ্যে পত্রিকা দুটি দুই ক্ষমতবান ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশে যে দুঃসাহকিতা দেখিয়েছে তাতে এই পুরস্কার তাদেরই প্রাপ্য। অপরদিকে নিউইয়র্কের অনলাইন পত্রিকা দ্য ডেইলি নিউজ এবং প্রো-পাবলিকা জনসেবামূলক সাংবাদিকতার জন্য পুলিৎজার জিতেছে। এ দুটি পত্রিকাই অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত। গরীব সংখ্যালঘুদের ওপর নিউইয়র্ক পুলিশের নিপীড়ন নিয়ে প্রতিবেদন করেছে তারা। অন্য বিজয়ীদের মধ্যে আছে তিন শতাধিক প্রতিবেদকের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম যারা স¤প্রতি তথাকথিত পানামা পেপার্স ফাঁস করে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দিয়েছে। তাদের অনুসন্ধানীতেই জানা গেল বিভিন্ন দেশের বিত্তবানদের কর ফাঁকি দেয়ার একটি গোপন ব্যবস্থা কীভাবে সবার নাকের ডগার ওপর কার্যকর আছে। যুক্তরাষ্ট্রে সাংবাদিকতায় সবচে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে পুলিৎজার। ১৯১৭ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেয়া হচ্ছে। এযাবত একাধিকবার পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়ালস্ট্রিট জার্নালের মতো বিখ্যাত পত্রিকাগুলো। অবশ্য অখ্যাত অনেক পত্রিকাও মাঝে মাঝে চমক সৃষ্টি করে। দেখা যায় তারা অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে বেশ ভালো প্রতিবেদন করলো কিন্তু জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতে পারলো না তাদেরও সম্মানিত করে পুলিৎজার। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ