মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। গত সোমবার সান বারনারদিনো জেলার নর্থ পার্ক ইলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটেছে। জেলার পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান জানিয়েছেন, গত সোমবার সকাল সিডরিক অ্যান্ডারসন (৫৩) নামের এক ব্যক্তি স্কুলটিতে আসে। এসময় সে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ক্যারেল এলাইনকে (৫৩) লক্ষ্য গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই ক্যারেলের মৃত্যু হয়। এসময় তার পেছনে ছিল আট ও নয় বছরের দুটি শিশু। তারাও গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পর জোনাথান মারটিনেজ নামের এক শিশুর মৃত্যু হয়। অপরজনের অবস্থা স্থিতিশীল ছিল বলে জানা যায়। হামলা শেষে অ্যান্ডারসন নিজের বন্দুক দিয়ে ঘটনাস্থলেই আত্মহত্যা করেছে। বারগুয়ান বলেন, আমাকে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি যখন তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছিল তখন উভয় ছাত্রই তাদের শিক্ষকের পেছনে ছিল। শিক্ষার্থীদের লক্ষ্য করেই গুলি ছোঁড়া হয়েছে এটি বিশ্বাস করার কোনো কারণ আমাদের কাছে নেই। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পর দুদিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে এই সান বার্নাডিনোতেই কট্টরপন্থি এক মুসলিম দম্পতির নির্বিচার গুলিবর্ষণে ১৪ জন নিহত হন। দুটি ঘটনাস্থলের মধ্যে দূরত্ব আট মাইল। বন্দুকধারীর নাম সেডরিক অ্যান্ডারসন এবং তার নিহত সাবেক স্ত্রীর নাম কারেন এলাইনি স্মিথ বলে জানিয়েছেন পুলিশ প্রধান জ্যারড বারাগান। ঘটনার সময় হতাহত দুই ছাত্র স্মিথের পেছনে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি। এদের মধ্যে নিহত ছাত্রের বয়স আট বছর এবং তার নাম জোনাথন মার্টিনেজ। সান বার্নাডিনোর এই ঘটনা যুক্তরাষ্ট্রের স্কুল ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংসতার সর্বশেষ ঘটনা। দেশটির স্কুলগুলোতে প্রায়ই এধরনের প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা ঘটে থাকে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।