Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় ধূমপানের হার কমেছে

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার নাগরিকদের মধ্যে ধূমপানের প্রবণতা কমেছে। তবে ভিক্টোরিয়ার তরুণরা এখনো উদ্বেগজনক হারে ধূমপান করছে। গত সোমবার ধূমপান বিরোধী সংস্থা কুইট ভিক্টোরিয়া এ পরিসংখ্যান প্রকাশ করে। কুইট ভিক্টোরিয়ার পরিচালক সারাহ হোয়াইট জানান, ভিক্টোরিয়ার চার হাজার নাগরিকের ওপর টেলিফোনে জরিপ চালিয়ে দেখা যায় যে, ১৪ শতাংশ পুরুষ প্রতিদিন ধূমপান করে। অপরদিকে নারীদের ওপর জরিপ চালিয়ে দেখা যায়, ১০ শতাংশ নারী প্রতিদিন ধূমপান করে। দেশটিতে ১০ বছর আগে চালানো এক জারিপে দেখা যায়, অস্ট্রেলিয়ার ২৫ শতাংশের বেশি তরুণ এবং ২৩ শতাংশ নারী প্রতিদিন ধূমপান করে। আগের তুলনায় ধূমপানের বর্তমান হার অনেক কম। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই বলে জানিয়েছেন সারাহ হোয়াইট। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ