বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনায় এক ব্যবসায়ীকে ‘ক্রসফায়ার’র হুমকি দিয়ে নগদ অর্থ ও চেক আদায়ের অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে জেলার ফুলতলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তারকে আগামী ২৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা দেয়া হয়েছে।
গত ২২ মার্চ দুপুরে এস আই শেখ শওকত আলীর নেতৃত্বে কয়েকজন কনস্টেবল নগরীর খানজাহান আলী থানার মধ্যে মিলে ক্রসফায়ারের ভয় দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও (স্থানীয় আব্দুল হকের নামে) দু’টি চেকে ১০ লাখ ৫৮ হাজার টাকা এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল বলে অভিযোগ ব্যবসায়ী আবু সালেহ মোঃ মিজানুর রহমানের।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ৩০ মার্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘খ’ অঞ্চলে মোঃ আমিরুল ইসলামের আদালতে এজাহার দাখিল করেন (নং-সিআর ২৫/১৭) ওই ব্যবসায়ী। এ বিষয়ে তিনি খানজাহান আলী থানার এসআই শেখ শওকত আলী, গিলাতলা পশ্চিমপাড়ার শেখ আব্দুল হকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ করেন। থানায় আটকে রেখে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২ লাখ টাকা, ১০ লাখ ৫৮ হাজার টাকার চেক ও ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ করেন তিনি। এর আগে, গত ২৬ মার্চ ওই ব্যবসায়ী খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগকারী ব্যবসায়ী আবু সালেহ মোঃ মিজানুর রহমান ফুলতলা জিএমসি এন্টারপ্রাইজ নামে মোটরসাইকেল শোরুমের মালিক ও গ্রামীণ মাল্টিপারপাসের সাধারণ সম্পাদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।