নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আগামী ১২ মে থেকে ২৪ মে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠেয় বাংলাদেশ-আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটন নির্বাচিত হয়েছে। ত্রিদেশীয় সিরিজের গ্রাউন্ড স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। তাদের কাছ থেকেই এই সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব কিনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন। এ উপলক্ষে গতকাল ওয়ালটন কার্যালয়ে টোটাল স্পোর্টস এবং ওয়ালটনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টোটাল স্পোর্টসের মঈনুল হক চৌধুরী ও ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ছাড়াও ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মামুন মাহাদী ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এই সিরিজের টেলিভিশন স্বত্ব পেয়েছে জিটিভি (গাজী টিভি) এবং মাছরাঙা। বাংলাদেশের এই দু’টি টেলিভিশন ছাড়াও বিটিভি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাবে এই সিরিজের ম্যাচগুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।