মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে শান্তির স্বার্থে পদত্যাগের আহ্বান জানালেন প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সদর। গত রোববার এক বিবৃতিতে ইরাকের এই শিয়া নেতা বলেন, রক্তপাত বন্ধের জন্য প্রেসিডেন্ট বাশার এই সিদ্ধান্ত গ্রহণ করলে এটি হবে তার দেশের স্বার্থে একটি ওইতিহাসিক ও বীরত্বপূর্ণ ঘটনা। তিনি প্রেসিডেন্ট বাসারের উদেশ্যে এ ধরনের আহ্বান জানানো প্রথম শিয়া নেতা। ইরাকের শিয়াদের মধ্যে তার যথেষ্ট প্রভাব রয়েছে। মুক্তাদা আল সদর এমন সময় এই আহ্বান জানালেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তিনি তার বিবৃতিতে অবশ্য সিরিয়ার সাম্প্রতিক রাসায়নিক হামলার কথা উল্লেখ করে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি মার্কিন হামলাকে যুদ্ধের প্রতিশেধক হিসেবে বর্ণনা করেছেন। ইরাকের ক্ষমতাসীন সরকারে ঘনিষ্ট এই নেতা এই প্রথম প্রেসিডেন্ট বাসারের বিরুদ্ধে প্রকাশে এরকম বিবৃতি দিলেন। ইরাক গত ছয় বছরই সিরিয়ার ব্যাপারে প্রায় নিলিপ্ত মনোভাব দেখিয়ে আসছে। তবে মুক্তাদা আল সদরের বিবৃতির পর এই পথম সরকারের তরফে বিষয়টিকে অস্বীকার না করে বরং তার সপক্ষ সমর্থন করে বলা হচ্ছে বলে ভাবা হচ্ছে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।