Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতা ছাড়তে হবে : নিকি

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাশার আল-আসাদকে ক্ষমতায় রেখে সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি। গত শনিবার সিএনএনকে নিকি হ্যালি বলেন, আসাদকে দেশটির প্রধান হিসেবে রেখে যেখানে রাজনৈতিক সমাধানের কোনো ধরনের অপশন নেই। তাকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। তিনি বলেন, আপনি কেবল তার কর্মের দিকে তাকান, আপনি যদি পুরো পরিস্থিতির দিকে তাকান, তাহলে এটা বুঝা কঠিন হবে আসাদ সরকার কতটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল। সিরিয়ার শাসকদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ার দুই দিন পর এ মন্তব্য এলো। এর আগে শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে নিকি হ্যালি জানান, ইদলিব প্রদেশের খান শাইখুনে রাসায়নিক অস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমান ঘাঁটিতে আরো হামলার চালানোর প্রস্তুতি নিচ্ছে। ওই রাসায়নিক হামলায় অনেক শিশুসহ অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক মারা যায় এবং শত শত মানুষ আহত হয়। এই ঘটনায় সিরিয়ার সরকারের বিষয়ে মার্কিন নীতিতে বড় পরিবর্তন আসে। আনাদুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ