Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংস উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীনগর ও বাদগাম লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার গোলাগুলি ও রক্তপাতের মধ্যেই শেষ হয় ভোট। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে অন্তত ২০০টি জায়গায়। কাশ্মীরের শ্রীনগরে উপনির্বাচন নিয়ে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে ছয়জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ। গত ৩০ বছরে কোনো নির্বাচনেই এত কম ভোট পড়েনি কাশ্মীরে। নিরাপত্তা বাহিনী জানাচ্ছে, যারা ভোট বয়কটের ডাক দিয়েছিল, তারা এ দিন সকাল থেকেই শ্রীনগর ও বাদগাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গার বুথে বুথে ভোটারদের ভয় দেখাতে থাকে। সপ্তাহখানেক আগে থেকেই তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা রকমের হুমকি দিতে শুরু করে। ফলে, স্বাভাবিকভাবেই বুথে গিয়ে ভোট দেয়ার উৎসাহ হারিয়ে ফেলেন ভোটাররা। দিনভর হামলায় দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে অন্তত ৬ জনের মৃত্যু হয়।
ডন ডট কমের প্রতিবেদনে বলা হয়, রোববার কাশ্মীরের শ্রীনগরে উপনির্বাচনে বুদগ্রাম জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজনরা আগে থেকেই কাশ্মীরের এ উপনির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এ কারণে ভোটার কম থাকলেও ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, প্রথমে বুদগ্রাম জেলায় বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে মারে। পরে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আরো ২৪ জন আহত হয়েছেন। এ ছাড়াও সংঘর্ষের সময় বেশকিছু ভোটকেন্দ্রের ভোটিং মেশিনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এ কারণে ৭০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, ভারতের লোকসভার শূন্য আসনের জন্য কাশ্মীরের শ্রীনগরে এ উপনির্বাচন আয়োজন করা হয়। আগামীকাল বুধবার কাশ্মীরের অনন্তনাগে আরো একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ফল ঘোষিত হবে। ডন নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ