Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় বিদ্রোহীদের অবস্থানে আইএসের হামলা, নিহত ১২

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: সিরিয়ায় ইরাক সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের ওপর চালানো দুটি আত্মঘাতী হামলায় হামলাকারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গত রোববার (৯ এপ্রিল) মধ্যরাতে চালানো এ হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে দায়ী করেছে বিদ্রোহীরা। নিহতদের মধ্যে আটজনই আইএস যোদ্ধা এবং চারজন সিরীয় বিদ্রোহী বলে দাবি করেছেন তারা। আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক-এও দুই আত্মঘাতী হামলার দায় স্বীকারের বিবৃতি প্রকাশ করা হয়েছে। আমাক ও বিদ্রোহী সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স খবরটি জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার মধ্যরাতে আল তানফ সীমান্তের কাছের একটি ব্যাপক সুরক্ষিত ঘাঁটিতে হামলা হয়। অন্তত একটি বিস্ফোরকবাহী গাড়ি সজোরে ঘাঁটির প্রবেশ পথ দিঙেয় ঢুকে পড়ে। বিদ্রোহী সূত্র জানিয়েছে, ওই ঘটনায় অন্তত দুজন যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী নিহত হয় এবং অনেকে আহত হয়। আরেকটি আত্মঘাতী হামলা হয়েছে পশ্চিমা সমর্থিত ওসৌদ আল শারকিয়া বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের একটি বহরের ওপর। ওই হামলায় দুই যোদ্ধা নিহত হয়। আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক-এ বলা হয়, জঙ্গি সংগঠনটির যোদ্ধারা তানফের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। রয়টার্স ও বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ