Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক হামলায় ১৩ সেনার প্রাণহানি

আফগানিস্তানে বিমান হামলায় নিহত হয়েছে ১৮ তালিবান যোদ্ধা

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের দুটি প্রদেশে দুটি পৃথক হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে একটি হামলা চালায় তালিবান যোদ্ধারা। গত রোববার বলখ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় প্রাণ হারায় ৯ জন নিরাপত্তা সদস্য। সেখানে ৫ জন তালিবান যোদ্ধাও নিহত হয়েছে। ওই এলাকায় সরকারি বাহিনী তালিবানবিরোধী অভিযান শুরু করতে গেলে বোমা হামলার শিকার হয়। অপর হামলাটি চালানো হয় পার্শ্ববর্তী প্রদেশে ইসলামী স্টেট বা আইএস জিহাদিদের পক্ষ থেকে। সেখানে অ্যাম্বুশে ফেলে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা করা হয়। উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে এখন সরকারি বাহিনী এবং তালিবান যোদ্ধাদের মধ্যে বসন্তকালীন অভিযান চলছে। কাবুল সরকারের পক্ষে তালিবান এবং আইএসের জিহাদিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। পক্ষান্তরে তালিবান যোদ্ধারাও তাদের হামলা জোরালো করেছে। এর ফলে আফগানিস্তানে হতাহতের সংখ্যাও আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে। অপর এক খবরে বলা হয়, উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দশত-এ-আর্চি ও চারদারা জেলায় গত শনিবার রাতে তালিবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ১৮ তালিবান যোদ্ধা নিহত হয়েছে। প্রাদেশিক সেনা মুখপাত্র আব্দুল খলিল গত রোববার একথা জানান। ওই কর্মকর্তার মতে, এই অভিযানে তালিবানের একজন প্রধান কমান্ডার মৌলভী ওয়াহিদুল্লাহ্ নিহত হন। এএফপি, ভোয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ