Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বকেয়া দাবি নিয়ে মোদি-মমতা বৈঠক

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘ আট মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার সকালে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তরে প্রায় ২০ মিনিট কথা হয় নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের একাধিক প্রকল্পে বকেয়া বরাদ্দ নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ কমানো নিয়ে মোদির কাছে অভিযোগ জানান মমতা। তিনি বলেন, বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রকল্পে ১০৪৫৯ কোটি টাকা বকেয়া রয়েছে। এ বিষয়ে একটি তালিকা মোদির হাতে তুলে দেন মমতা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর্থিক বিষয়ে কেন্দ্র রাজ্যের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে তিস্তা বা তোর্সার পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা- রাজ্যের প্রতি কেন্দ্রের অবহেলার কারণেই তিস্তায় রাজি হননি মমতা। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ