মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপে রাশিয়ার নৌবাহিনীর কর্মকান্ড স্নায়ুযুদ্ধের সময়ের চাইতেও এখন বেশি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেছেন, সা¤প্রতিক বছরগুলোতে ইউরোপে নৌবাহিনীর কার্যক্রম বাড়িয়েছে রাশিয়া। যদিও স্নায়ুযুদ্ধের সময়ের চাইতে রুশ নৌবাহিনীর আকার ছোট হয়েছে। গত শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। রয়টার্স জানিয়েছে, এই সামরিক কর্মকর্তা হলেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল মিশেল হওয়ার্ড। তিনি ন্যাটোর জোট বাহিনী কমান্ড, নেপলস-এর প্রধানের দায়িত্ব পালন করেছেন। মার্কিন নৌবাহিনীর ইউরোপ ও আফ্রিকাতেও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্মেলনে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হওয়ার্ড বলেন, আমরা এমন কার্যক্রম দেখছি যা সোভিয়েত ইউনিয়ন আমলেও দেখিনি। এটা উল্লেখ্যযোগ্য। মার্কিন এ সামরিক কর্মকর্তা জানান, ভূমধ্যসাগরে অ্যাডমিরাল কুজনেটসভ নামের বিমানবাহী রণতরী মোতায়েন করেছে রাশিয়া, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে টহল বাড়িয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিন মোতায়েন রয়েছে এবং কৃষ্ণসাগরে বেড়েছে সাবমেরিনের চলাচল। হওয়ার্ড বলেন, আমি জানি তারা (রাশিয়া) একটি বৈশ্বিক নৌবাহিনী। কিন্তু ইউরোপে তাদের কার্যক্রম গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। হওয়ার্ড এমন সময় এই মন্তব্য করলেন যখন রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার অভিযোগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ৫৯টি টামাহক ক্ষেপণাস্ত্রের এই হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছে। এরপর রুশ-মার্কিন সম্পর্কে নতুন করে উত্তেজনা শুরু হয়। সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে সিরিয়ায় একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। এছাড়া, রাশিয়া-ইরান যৌথভাবে সিরিয়ায় হামলা হলে উপযুক্ত জবাব দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।