বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছে ছিনতাইয়ের শিকার এক দোকান কর্মচারী। সোমবার রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় ছিনতাইয়ের শিকার দোকান কর্মচারী পলাশ নন্দী বাদী হয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার মো. মেজবাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান ওসি হিমাংশু দাশ রানা। তিনি জানান, মামলায় হাবিলদার মেজবাহর নাম উল্লেখ করে ডিবি পুলিশ পরিচয় দেয়া দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা হিমাংশু বলেন, মামলার পর মেজবাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে হাবিলদার মেজবাহকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আরএনবি চট্টগ্রামের কমানড্যান্ট মো. সাত্তা ভূঁইয়া। তিনি বলেন, এধরনের একটি ঘটনা ঘটার পরও হাবিলদার মেজবাহ তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেননি। সোমবার সকালে পাহাড়তলী রেল স্টেশনে আরএনবি ফাঁড়িতে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহর উপস্থিতিতে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবক হাজারি গলি ঝুমুর মার্কেটের ‘বিশ্বকর্মা বুলিয়ন’ নামের একটি দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। যারা গলানো স্বর্ণগুলো অলংকার তৈরি করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগের পর অভিযানে যায় তারা। পরে এলাকাটি রেলওয়ের আওতাভূক্ত হওয়ায় রেল পুলিশ বিষয়টি আমলে নিয়ে হাবিলদার মেজবাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।