সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
হুমায়ুন আবিদ
টিয়ের বিয়ে
টিয়ে যাবে বিয়ে করতে
চড়ে চাঁদের গাড়ি
সঙ্গে নিবে দধির হাড়ি
মিষ্টি, পান-সুপারি।
শালিক, শ্যামা, বাবুই, চড়–ই
সাজাই বরের গাড়ি
ফিঙ্গে, পেঁচা হাটে গেছে
কিনতে কনের শাড়ি।
দোয়েল, কুকিল, ময়না, ময়ূর
গাইছে বিয়ের গীত
কাকাতুয়া বরের জন্য
আনছে দামি পীত।
পায়রা, ঘুঘু, বক, কুয়েলে
রান্নাবান্নায় ব্যস্ত
কাক, শকুনে খেয়ে বলে
মজা হইছে ব্যস তো
টুনটুনিটা টুনটুনিয়ে
আনলো যখন কাজী
ঘটক ঈগল বললো এসে
কনে তো নয় রাজি।
ইসলাম তরিক
দুষ্টু ছেলে
হয়তো আমি দুষ্টু ছেলে দিচ্ছো সবাই গালি
বইটি হাতে নেই না বলে হচ্ছি চোখের বালি!
আম পেয়ারা খাচ্ছি পেড়ে হয়তো তোমার গাছের
তাইতো আমায় নাও না পাশে লোকটি ভেবে কাছের!
দুষ্টু হলেও আমার মনে লক্ষ কোটি আশা
দেশকে নিয়ে আমার বুকে স্বপ্নগুলো ঠাসা।
স্বপ্ন দেখি বিশ্ব গড়ার বাউÐুলে মনে
নিত্যদিনই স্বপ্নগুলো ভাসে আমার পণে।
আমিও চাই ভালো কিছু মেধাবীদের মতো
কিন্তু আমায় ভুল বুঝে যে করছে হৃদয় ক্ষত।
দুষ্টু ভেবে ঠেললে দূরে লাভ হবে না শেষে
দেশ গড়াতে দুষ্টু ছেলে আসবে বীরের বেশে।
দুষ্টু ছেলের দুষ্টামিতে আর দিও না গালি
আপন ভেবে কাছে নিলে মুছবে দেশের কালি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।