মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সারা বিশ্বের হয়ে সিরিয়ায় মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক টুইট বার্তায় তিনি বলেন, সিরিয়ার সামরিক ঘাটিতে হামলার বিষয় ছিল সারা বিশ্বের হয়ে সিরিয়ার বিরুদ্ধে এক পদক্ষেপ। তিনি বলেন, বিশ্ব ও যুক্তরাষ্ট্রের হয়ে সিরিয়ায় হামলা চালানাকারীদের অভিনন্দন। তার এই টুইটের পক্ষ-বিপক্ষ আলোচনা-সমালোচনা শুরু হয়ছে। টুইটের কয়েক মিনিটের মধ্যে হাজর হাজার লাইক পড়লেও সমালোচনা করতেও ছাড় দেননি অনেকে। বিরোধী পক্ষরা জানায়, এটা কোনো খেলা নয়, মানুষ হত্যার জন্য আপনি অভিনন্দন জানাচ্ছেন। আরেকটি টুইটে বলা হয়, আপনি ক্ষেপণাস্ত্র ছুড়েছেন কিন্তু কোনো ক্ষতি হয়নি। ফলে ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে আপনি কিছুই অর্জন করেননি। বরং বৈশ্বিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ান সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করা হয়নি। তবে সিরিয়ান রাষ্ট্রীয় সংবামমাধ্যম জানায়, এই হামলায় চারশিশুসহ সাতজন বেসামরিক মারা গেছেন। এদিকে এই হামলা নিয়ে বিভক্ত হয়ে গেছেন বিশ্বনেতারা। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এ হামলা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসনের শামিল। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা রুশ-মার্কিন সম্পর্কের ওপর একটা আঘাত; যা এরইমধ্যে বেশ দুর্বল অবস্থানে রয়েছে। এ হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক স¤প্রদায়ের লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বিবিসিকে বলেছেন, আসাদ বাহিনীর রাসায়নিক হামলা মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের ক‚টনৈতিক ও শান্তিপূর্ণ প্রচেষ্টা চালাতে চালাতে যুক্তরাষ্ট্র ক্লান্ত হয়ে পড়েছে। ভবিষ্যতে এধরনের হামলা মোকাবিলায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। ফলে এ ব্যবস্থা নেয়া হয়েছে। মাইকেল ফ্যালন বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়নি। যুক্তরাজ্যকেও এতে জড়িত হওয়ার কোনো আহŸান জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল ইদলিবে বিমান থেকে চালানো রাসায়নিক গ্যাস হামলার জবাবেই মার্কিন বাহিনী ওই হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, সিরিয়ার চালানো রাসায়নিক হামলার জবাবে আমি সামরিক স্থাপনায় ওই হামলা চালানোর নির্দেশ দিয়েছি। এই মারাত্মক রাসায়নিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। চলতি বছর ফেব্রæয়ারিতে এক ভাষণে ট্রাম্প বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন, বিশ্বকে নয়। ফলে বিশ্বের পক্ষ হয়ে কিছু করার প্রয়োজন নেই তার। অপর এক খবরে বলা হয়েছে, সিরিয়ায় মিসাইল হামলা সস্পর্কে কংগ্রেসকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সিরিয়ার আল সায়রাত বিমান ঘাঁটিকে মিসাইল নিক্ষেপের নির্দেশ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সিরিয়ায় আরো হামলা করবে বলে কংগ্রেসের নেতাদের জানান ট্রাম্প। চিঠিতে ট্রাম্প কংগ্রেসকে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির স্বার্থে আমি সিরিয়ায় হামলার নির্দেশ দিয়েছি। আমি সাংবিধানিক কর্তৃত্ব ও পররাষ্ট্র সম্পর্কিত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দেশের কমান্ডার ইন চিফ ও চিফ এক্সিকিউটিভ হিসেবে ওই হামলার আদেশ দিয়েছি বলে কংগ্রেসনাল নেতাদের চিঠিতে লিখে জানান ট্রাম্প। কংগ্রেসে পাঠানো চিঠির ব্যাখ্যায় ট্রাম্প আরো লিখেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে সিরিয়ার সরকারি বাহিনীর বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালানোর নির্দেশ দিয়েছে। প্রয়োজনে সিরিয়ার বাইরে আরো হামলা চালানো হবে বলে ট্রাম্প কংগ্রেসে পাঠানো চিঠিতে জানান। ট্রাম্পের চিঠিটি হাউস স্পিকার ও উইসকনসিনের সিনেটর পল রায়ান পড়ে শুনান। মার্কিন আইন অনুযায়ী, প্রেসিডেন্ট যে কোনো সময় যে কোনো স্থানে হামলা চালানোর নির্দেশ দিতে পারে। যদি দেশের বাইরে কংগ্রেসের অনুমোদন না নিয়ে হামলা চালায় তবে তা ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে অবহিত করতে হয়। ট্রাম্পও ডেড লাইনের আগেই কংগ্রেসকে সিরিয়ায় হামলা সম্পর্কে কংগ্রেসের কাছে ব্যাখ্যা দেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার আল সায়রাত বিমান ঘাঁটিতে ৫৯ টি টমাহুক মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় ৬ জন সিরীয় সেনা নিহত হয়েছে বলে আসাদ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। গত মঙ্গলবার সিরিয়ার ইদলিবে এক রাসায়নিক হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন বাহিনী এ হামলা চালায়। সিরিয়ায় চালানো ওই হামলায় শিশুসহ প্রায় এক শ মানুষের প্রাণহানি ঘটে। বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সিরিয়ার সরকারি বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য হিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।