প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে পঞ্চম একক অ্যালবাম নিয়ে আসছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, এতদিন তার অ্যালবামের নাম ঠিক হয়নি, এখন ঠিক হয়েছে। নাম ‘শুনতে চাই তোমায়।’ আ্যালাবমের গানগুলো গীতিকার জাহিদ আকবর। এর সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী (চিরকুট)। ন্যানসি বলেন, অ্যালবামের তিনটা গানের বিষয়বৈচিত্র্য একেবারে অন্যরকম। একটা গানের সঙ্গে অন্য গানের কথায়, সুরে, সংগীতে কোন মিল নেই। ভিন্নতা শুধু বলার জন্য না, সত্যিই ভিন্নতা রয়েছে গানে। এই অ্যালবামের জন্য অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের স্পর্শ করবে। বৈশাখের উৎসবে নতুন কিছু যোগ করতে আমার শুনতে চাই তোমায়। জাহিদ আকবর বলেন, ন্যানসি বরাবরই আমার অনেক প্রিয় একজন কণ্ঠশিল্পী। তার গানে আলাদা একটা মুগ্ধতা রয়েছে। প্রতিটা গান লেখার সময় শিল্পীর কথা মাথায় ছিল। অনেক স্বাধীনতা নিয়ে গানগুলো লিখেছি। আমার বিশ্বাস গানগুলোতে অন্য এক ন্যানসিকে আবিষ্কার করেছি। শ্রোতারাও ভালোকিছু শুনতে পাবেন এটা বলতে পারি। বৈশাখে অ্যালবামিটি প্রকাশিত হচ্ছে সিডি চয়েজ থেকে। মোট তিনটি গান থাকছে অ্যালামটিতে। গানের কথাগুলো হলো শুনতে চাই তোমায়, আহা! বৃষ্টি এবং একসঙ্গে হাঁটবো বৈশাখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।