প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ভারতের শিশু অধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরেণ্য উপস্থাপক হানিফ সংকেত সম্প্রতি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নব্বই দশক থেকেই শিশু শ্রমের বিরুদ্ধে কৈলাশ সত্যার্থী সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার সংগঠন ‘বাচপান বাঁচাও আন্দোলন’ (বিবিএ) সেভ দি চাইল্ডহুড মুভমেন্ট অক্টোবর, ২০১৪ সাল পর্যন্ত ১৪৪টি দেশের প্রায় ৮৩ হাজার শিশুকে শিশুশ্রম ও ক্রীতদাসত্বের বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্ত করে তাদের পারিবারিক পুনর্মিলন, পুনর্বাসন ও শিক্ষায় সহযোগিতা করেছে। শিশু ও তরুণদের নির্যাতনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং শিশু শিক্ষা বিস্তারের কারণে ২০১৪ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। এই দুই ব্যক্তিত্ব মানুষের মূল্যবোধ জাগ্রত করা, শিশু অধিকার নিশ্চিত করা, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যাপকভাবে কাজ করা এবং সমাজের বিত্তশালী ব্যক্তিদের কিভাবে এসব কাজে আরো উদ্বুদ্ধ করা যায়-এইসব বিষয়ে তারা মত বিনিময় করেন। সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা, তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান, শিক্ষা, তথ্য ও মানবিক প্রতিবেদন, মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার কাজে সাফল্যজনক ভূমিকা রাখায় কৈলাশ সত্যার্থী ‘ইত্যাদি’র ভূমিকার প্রশংসা করেন এবং হানিফ সংকেতকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ইদানিং আমাদের দেশে কিছু বিবেকহীন মানুষের পৈশাচিক আচরণের কারণে শিশু নির্যাতন দিন দিন বেড়েই চলেছে, যা আমাদের চরম সামাজিক অবক্ষয়ের লক্ষণ। হানিফ সংকেত বলেন, যারা এই নিষ্ঠুর শিশু নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালায় তারা মানুষ নয়-মানুষ নামধারী পশু। শিশু অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এখানেও কৈলাশ সত্যার্থী’র ‘বাচপান বাঁচাও আন্দোলন’ এর মত কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত। এই মুহূর্তে আমাদের দেশে শিশু নির্যাতন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সবাইকে সম্মিলিতভাবে এই শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে-আমাদেরই প্রয়োজনে। হানিফ সংকেত কৈলাশ সত্যার্থীর আন্তরিকতা ও ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। হানিফ সংকেতের মাধ্যমে এই নোবেল বিজয়ী ‘ইত্যাদি’র দর্শকদের শুভেচ্ছা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।