মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভøাদিমির সাফ্রোনকভ বলেছেন, সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কোনো বৈধতা নেই। এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সন্ত্রাসীদের উৎসাহিত করছে। সিরিয়ায় একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রæতি দিয়েছে রাশিয়া। হামলার প্রতিবাদে মার্কিন প্রশাসনের সঙ্গে আকাশ নিরাপত্তা চুক্তি বাতিল করেছে রাশিয়া। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আকাশে রুশ ও মার্কিন যুদ্ধবিমানের মধ্যে অনাকাক্সিক্ষত সংঘর্ষ এড়াতে এ চুক্তি করা হয়েছিল। রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এর আগে আমরা সিরিয়ায় মার্কিন হামলাকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলে মনে করেছিলাম। কিন্তু এখন দেশটি সার্বভৌম সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে। তাই ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত আকাশ নিরাপত্তা চুক্তি বাতিল করছে রাশিয়া। একইসঙ্গে তিনি এ বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহŸান করা হবে বলেও জানান। এর আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এ হামলার পরে ওয়াশিংটনের সঙ্গে রাশিয়ার মিত্রতা ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০১৫ সালে আকাশ নিরাপত্তা চুক্তি করে রাশিয়া। এর আওতায় সিরিয়ার আকাশে রুশ-মার্কিন বিমানের মধ্যকার অনাকাক্সিক্ষত সংঘর্ষ এড়াতে আগাম তথ্য আদান-প্রদান করার ব্যবস্থা ছিল। এর ফলে সিরিয়ার আকাশে কোন দেশের বিমান কখন, কোন এলাকায় অবস্থান করবে তা আগেই পরস্পরকে জানিয়ে দেয়া হতো। এ হামলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি বলে যুক্তি দিয়েছেন ট্রাম্প। হামলার বিষয়ে ক্রেমলিনকে আগাম তথ্য দেয়া হয়েছিল বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রুশ প্রেসিডেন্ট পুতিন এ হামলাকেকে আগ্রাসন বলে চিহ্নিত করেছেন। বিবিসি, রয়টার্স, বিজনেস টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।