প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : গুণী চলচ্চিত্র অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এবার সিনেমার প্লেব্যাক করবেন। প্রথমবারের মতো তিনি গাই গাইতে যাচ্ছেন। শাহ আলম ম-লের পরিচালনাধীন ‘সাদা কালো প্রেম’ নামে একটি সিনেমার প্লেব্যাক করবেন বলে পরিচালক জানিয়েছেন। কবির বকুলের লেখা ‘এখন আমার আঠারো/ সবাই পারো ভালোবাসার কথা শোনাতে/আমি বুড়ো মরেছি/তোমার প্রেমে পড়েছি’- কথার গানটির সঙ্গীতায়োজন করবেন ইমন সাহা। হাসান ইমামের সাথে গানটিতে আরো দুজনকে কণ্ঠ দিতে দেখা যাবে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি গানটির সঙ্গে ঠোঁটও মেলাবেন তিনি। শাহ আলম ম-ল বলেন, নানা, নানি ও নাতিকে ঘিরে এই গানটি নির্মিত হবে। গানটিতে হাসান ইমাম সাহেব কণ্ঠ দেবেন বলে আমাকে চূড়ান্ত কথা দিয়েছেন। আজ গানটির রেকর্ড করার প্রস্তুতি নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।