মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিমান ঘাঁটিতে মার্কিন সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার জেরে রাশিয়ার প্রতিক্রিয়ায় তীব্র হতাশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গত শুক্রবার রেক্স টিলারসন বলেন, রাশিয়ার প্রতিক্রিয়ায় আমি হতাশ। তবে মোটেও অবাক নই। এর মধ্য দিয়ে দেশটি বাশার আল আসাদকে সমর্থন যুগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। রুশ প্রশাসন এমন একজনকে সমর্থন দিচ্ছে, যিনি কিনা নিজ দেশের জনগণের ওপরই ধ্বংসাত্মক অস্ত্র প্রয়োগ করছেন। সিরিয়ার হোমস প্রদেশের শায়রাত বিমান ঘঁাঁটিতে হামলা চালানো হয়। ভূমধ্যসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে পরপর ৫৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ হামলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি বলে যুক্তি দিয়েছেন ট্রাম্প। হামলার বিষয়ে ক্রেমলিনকে আগাম তথ্য দেয়া হয়েছিল বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রুশ প্রেসিডেন্ট পুতিন এ হামলাকেকে আগ্রাসন বলে চিহ্নিত করেছেন। হামলার জেরে মার্কিন প্রশাসনের সঙ্গে আকাশ নিরাপত্তা চুক্তি বাতিল করেছে রাশিয়া। বিবিসি, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।