Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টকহোমে লরি হামলার ঘটনায় দুইজন আটক

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় ভিড়ের মধ্যে লরি চালিয়ে দেয়ার ঘটনায় দুজনকে আটক করেছে সে দেশের পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ একজনকে আটক করেছে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আরেকজনকে আটক করা হয়। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে রাজধানীর কাছের কুইন স্ট্রিটে ওই হামলায় পাঁচজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। ওই হামলা চালানোর পরপরই ট্রাকের চালক স্টকহোমের সিটি সেন্টারের ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে পালিয়ে যায়। সুইডেনের প্রধানমন্ত্রী এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার সময় শত শত পথচারী দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার কিছুক্ষণ পর শহরের অপর একটি সড়কে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রাস্তায় অনেক মানুষকে পড়ে থাকতে দেখেছেন। বেশ কয়েকজনের মরদেহ সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ