Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউরোপের অর্থনৈতিক প্রাণকেন্দ্রের মর্যাদা হারাবে লন্ডন

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরো গ্রæপের প্রেসিডেন্ট ইরন ডিজেলবøুম বলেছেন, ব্রেক্সিট কার্যকর হওয়ার পর ইউরোপের আর্থিক প্রাণকেন্দ্রের মর্যাদা হারাতে পারে লন্ডন। বার্লিনে ইউরো গ্রæপের ১৯টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের আইন ও নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তন আসছে। আর্থিক সেবা প্রদানে ইউরোপের প্রাণকেন্দ্র হিসেবে নিজের অবস্থান ধরে রাখা লন্ডনের জন্য কষ্টকর হয়ে পড়বে। গত বছরের জুনে ইইউ ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটেনবাসী। ২০১৯ সাল নাগাদ এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বর্তমান দৃশ্যপটে অনেক পরিবর্তন সাধিত হবে। বর্তমানে লন্ডনে অবস্থানরত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনা বাধায় জোটের অভিন্ন বাজারে প্রবেশ করতে পারে। তবে আগামী দিনগুলোয় এ প্রবেশাধিকার অব্যাহত থাকবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। লন্ডনের আর্থিক খাত ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় এরই মধ্যে বিকল্প পথ খুঁজতে শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তবে ব্রিটেন জানায়, ব্রেক্সিটের পরও জোটের প্রচলিত নিয়মনীতি অনুসরণ করবে দেশটি। ব্রেক্সিটের প্রভাবে আর্থিক খাতের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা রোধ করতে লন্ডন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিজেলবøুম। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ