Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলের সঙ্গে ২শ কোটি ডলারের অস্ত্রচুক্তি ভারতের

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে ভারত। গত বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস (আইএআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত ভারতের যে সব সামরিক চুক্তি হয়েছে এটিই সবচেয়ে বড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ফেব্রæয়ারি মাসে এ সংক্রান্ত বাজেট অনুমোদন করার পর এ চুক্তি করা হয়। এতে বলা হয়েছে, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমআরএসএএম এ চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরাইলে বারাক ৮ নামে পরিচিত। এ ছাড়া, ভারতের প্রথম বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এলআরএসএএমও থাকবে। চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ জন্য প্রায় ২০০ কোটি ডলারের চুক্তি ভারতের সঙ্গে করা হয়েছে। আইএআই প্রধান জোসেফ ওয়েসিস বলেছেন, কৌশলগত অংশীদার হিসেবে গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতের সঙ্গে কাজ করছে তার সংস্থা। এ চুক্তিকে আইএআইএর সক্ষমতার প্রতি ভারত সরকারের আস্থার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ